Logo

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ

Jamiyat Shubbane Ahl-Al Hadith Bangladesh

এই ওয়েবসাইটটি বর্তমানে উন্নয়নাধীন। সকল তথ্য খুব শীঘ্রই যুক্ত করা হবে ইনশাআল্লাহ!

সিনেটর প্রফেসর সাজিদ মীর (পরিচিতি ও কর্মজীবন)

সিনেটর প্রফেসর সাজিদ মীর (পরিচিতি ও কর্মজীবন)

আমীর – কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদীস পাকিস্তান
সিনেটর প্রফেসর সাজিদ মীর ২ অক্টোবর ১৯৩৮ সালে সিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল প্রখ্যাত ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মীর সিয়ালকোটির বংশধর। তাঁর পিতা, জনাব আবদুল কাইউম মীর, শিক্ষা বিভাগে স্কুল পরিদর্শকের পদ থেকে অবসর গ্রহণ করেন।

*ধর্মীয় ও আধুনিক শিক্ষা:*
প্রফেসর সাজিদ মীর সিয়ালকোটের একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা পসরুরে গ্রহণ করেন, যেখানে তাঁর পিতা কর্মরত ছিলেন। মেট্রিক পাশ করেন গর্ভনমেন্ট হাই স্কুল, সিয়ালকোট থেকে। এরপর এফ.এ এবং বি.এ সম্পন্ন করেন মারে কলেজ, সিয়ালকোট থেকে। ইংরেজিতে এম.এ করেন গর্ভনমেন্ট কলেজ, লাহোর থেকে। শিক্ষাজীবন শেষ করে তিনি জিন্নাহ ইসলামিয়া কলেজ, সিয়ালকোটে অধ্যাপনার কাজ শুরু করেন। এই সময়েই তিনি কুরআন হেফজ করেন। তিনি হাদীস অধ্যয়ন করেন জামিয়া তাকওয়াতুল ইমান, শেশ মহল রোড, লাহোর থেকে।
শিক্ষাগত কৃতিত্ব:
এম.এ ইসলামিয়াত – পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৯ (ফার্স্ট ডিভিশন)
বি.এ (রাজনীতি ও আরবি) মারে কলেজ, সিয়ালকোট, ১৯৫৮ (ইংরেজি ও আরবিতে মেধা বৃত্তি সহ)
বি.এ (অতিরিক্ত) – অর্থনীতি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৫
বি.এ (অতিরিক্ত) - মনোবিজ্ঞান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ১৯৬৬
মারে কলেজে শিক্ষাজীবনে তিনি অর্জন করেন:
*মীর হাসান মেডেল (আরবিতে প্রথম স্থান),
*মোহাম্মদ আলী মেডেল (ইংরেজিতে প্রথম স্থান),
*সাধারণ মেধায় দ্বিতীয় পুরস্কার (১৯৫৭-৫৮),
*ইতিহাস ও আরবিতে প্রথম পুরস্কার (১৯৫৪-৫৬),
*অর্থনীতি, ইংরেজি ও ফারসিতে দ্বিতীয় পুরস্কার,
*সহ-শিক্ষা কার্যক্রমে বক্তৃতা ও প্রবন্ধ লেখায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত।

*ধর্মীয় যোগ্যতা:*
ফাযিল (দার্সে নিজামী) – জামিয়া ইব্রাহিমিয়া, সিয়ালকোট, ১৯৭১
ফাযিল - দারুল উলুম তাকওয়াতুল ইসলাম, লাহোর, ১৯৭২
আলমিয়া কোর্স – ওয়েফাকুল মাদারিস সালাফিয়া।

*পেশাগত জীবন:*
ইংরেজি লেকচারার– জিন্নাহ ইসলামিয়া কলেজ, সিয়ালকোট (১৯৬০-১৯৬৩)
ইংরেজি প্রশিক্ষক গর্ভনমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট, সিয়ালকোট (১৯৬৩-১৯৬৬)
সিনিয়র প্রশিক্ষক - সিয়ালকোট ও লাহোর (১৯৬৬-১৯৭৫)
সিনিয়র এডুকেশন অফিসার – নাইজেরিয়ার ফেডারেল সরকার (১৯৭৫-১৯৭৭)
প্রিন্সিপাল এডুকেশন অফিসার- নাইজেরিয়া (১৯৭৭-১৯৮১)
অ্যাসিস্ট্যান্ট চিফ এডুকেশন অফিসার- নাইজেরিয়া (১৯৮১-১৯৮৪)

*_তিনি আরও ছিলেন:_*
ইনচার্জ, রিলেটেড ও বেসিক স্টাডিজ বিভাগ, সিয়ালকোট (১৯৭২-১৯৭৫)
এক্সামিনার ও পেপার সেটার, পাঞ্জাব টেকনিক্যাল এডুকেশন বোর্ড
পলিটেকনিক টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও প্রেসিডেন্ট (১৯৬৮-১৯৭৫)
দলীয় দায়িত্ব ও সেবাসমূহ
প্রফেসর সাজিদ মীর ১০ জুন ১৯৭৩ সালে প্রথমবারের মত ফ্রন্টলাইন রাজনৈতিক ভূমিকায় আসেন যখন তাঁকে কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদীসের "নাজিমে আ'লা" মনোনীত করা হয়। পরবর্তীকালে, তিনি একাধিকবার ভারপ্রাপ্ত নাজিম হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৭ সালে পূর্ণাঙ্গভাবে নির্বাচিত হন। এরপর ১ মে ১৯৯২ পর্যন্ত নাজিমে আ'লা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২ মে ১৯৯২ থেকে তিনি দলের আমীর নির্বাচিত হন। তিনি ৩২ বছরেরও বেশি সময় ধরে এই দায়িত্বে আছেন।

*গুরুত্বপূর্ণ অবদান:*
"পেয়গাম টিভি" প্রতিষ্ঠা তাঁর অক্লান্ত পরিশ্রম ও নেতৃত্বে সম্ভব হয়েছে, যা এখন একটি আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে। তিনি আরব, ইউরোপ, ও আমেরিকাসহ বহু আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি "রাবেতা আলমে ইসলামী" (মক্কা) এর নির্বাহী পরিষদের সদস্য এবং "মাজলিসে ফিকহে ইসলামি" পাকিস্তানের একমাত্র সদস্য।

*রাজনৈতিক জীবন:*
১৯৯৪ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ছয়বার সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সিনেট কমিটির চেয়ারম্যান ছিলেন যেমন:
ধর্ম বিষয়ক স্থায়ী কমিটি
• বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি
• কাশ্মীর কমিটি
• গিলগিট-বালতিস্তান কমিটি
আন্তর্জাতিক কনফারেন্সসমূহে অংশগ্রহণ
তিনি অংশগ্রহণ করেছেন:
বার্মিংহাম, লন্ডন, গ্লাসগো, নিউইয়র্ক, রিয়াদ, মক্কা, ইস্তাম্বুল, দিল্লি, বম্বে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, লিবিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মস্কো ইত্যাদি শহরে অনুষ্ঠিত সম্মেলনে। সফর করেছেন: বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, নাইজেরিয়া, কেনিয়া, স্পেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, কানাডা ও গ্রিস।

*গ্রন্থসমূহ:*
* খ্রিষ্টধর্ম: একটি বিশ্লেষণাত্মক গবেষণা
* "সহীহ মুসলিম"-এর অনুবাদ ও সংশোধন
* "মাযা খাসিরাল আলাম মিন ইনহিতাতিল মুসলিমিন" (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী র.) - অনুবাদ ও সংশোধন
* "আল-হিযবুল মাকবুল" আরবি থেকে ইংরেজি অনুবাদ
* বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে ইসলামিক, রাজনৈতিক ও সামাজিক বিষয়ে প্রবন্ধ
* সাপ্তাহিক "তারজুমানুল হাদীস", "আহলে হাদীস" ও "আল-ইসলাম"-এ বহু নিবন্ধ রচনা করেছেন।

*ব্যক্তিত্ব:*
তিনি সততা, বিশ্লেষণ ক্ষমতা, কৌলীন্যপূর্ণ বক্তৃতা এবং স্পষ্টভাষিতার জন্য পরিচিত। জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে তাঁর একক লড়াই ছিল সাহসিকতার প্রতীক।

*উপসংহার:*
প্রফেসর সাজিদ মীরের নেতৃত্বে কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদীস পাকিস্তান আজ দেশের একটি অগ্রণী ধর্মীয় রাজনৈতিক দল। দলের অধীনে আইনজীবী, ছাত্র, যুবক, নারী ও অন্যান্য বিভাগের জন্য বিভিন্ন উপশাখা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।